কড়ি ও কোমল
শ্রীমতী ইন্দিরা।   প্রাণাধিকাসু। নাসিক।

আমার এ গান, মা গো, শুধু কি নিমেষে

মিলাইবে হৃদয়ের কাছাকাছি এসে?

          আমার প্রাণের কথা

          নিদ্রাহীন আকুলতা

  শুধু নিশ্বাসের মতো যাবে কি, মা, ভেসে!

 

 

এ গান তোমারে সদা ঘিরে যেন রাখে,

সত্যের পথের'পরে নাম ধরে ডাকে।

          সংসারের সুখে দুখে

          চেয়ে থাকে তোর মুখে,

চির - আশীর্বাদ - সম কাছে কাছে থাকে।

 

 

বিজনে সঙ্গীর মতো করে যেন বাস,

অনুক্ষণ শোনে তোর হৃদয়ের আশ।

          পড়িয়া সংসারঘোরে

          কাঁদিতে হেরিলে তোরে

ভাগ করে নেয় যেন দুখের নিশ্বাস।

 

 

সংসারের প্রলোভন যবে আসি হানে

মধুমাখা বিষবাণী দুর্বল পরানে,

          এ গান আপন সুরে

          মন তোর রাখে পুরে,

ইষ্টমন্ত্রসম সদা বাজে তোর কানে।