কড়ি ও কোমল
শ্রীমতী ইন্দিরা।   প্রাণাধিকাসু। নাসিক

চারি দিকে তর্ক উঠে সাঙ্গ নাহি হয়,

        কথায় কথায় বাড়ে কথা।

সংশয়ের উপরেতে চাপিছে সংশয়,

        কেবলি বাড়িছে ব্যাকুলতা।

ফেনার উপরে ফেনা, ঢেউ -' পরে ঢেউ,

        গরজনে বধির শ্রবণ —

তীর কোন্‌ দিকে আছে নাহি জানে কেউ,

        হা হা করে আকুল পবন।

 

 

এই কল্লোলের মাঝে নিয়ে এস কেহ

        পরিপূর্ণ একটি জীবন,

নীরবে মিটিয়া যাবে সকল সন্দেহ,

        থেমে যাবে সহস্র বচন।

তোমার চরণে আসি মাগিবে মরণ

        লক্ষ্যহারা শত শত মত,

যে দিকে ফিরাবে তুমি দুখানি নয়ন

        সে দিকে হেরিবে সবে পথ।

 

 

অন্ধকার নাহি যায় বিবাদ করিলে,

        মানে না বাহুর আক্রমণ।

একটি আলোকশিখা সমুখে ধরিলে

        নীরবে করে সে পলায়ন।

এস মা, উষার আলো, অকলঙ্ক প্রাণ,

        দাঁড়াও এ সংসার - আঁধারে।

জাগাও জাগ্রত হৃদে আনন্দের গান,

        কূল দাও নিদ্রার পাথারে।