কল্পনা

যে মালা গেঁথেছি আজি তোমারে সঁপিতে উপহার

              তারি দলে দলে

নামহারা নায়িকার পুরাতন আকাঙ্ক্ষাকাহিনী

              আঁকা অশ্রুজলে।

সযত্নসেচনসিক্ত নবোন্মুক্ত এই গোলাপের

              রক্ত পত্রপুটে

কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন-ইতিহাস

              রহিয়াছে ফুটে।

 

 

আমার বসন্তরাতে চারি চক্ষে জেগে উঠেছিল

              যে-কয়টি কথা,

তোমার কুসুমগুলি হে বসন্ত, সে গুপ্ত সংবাদ

              নিয়ে গেল কোথা?

সে চম্পক, সে বকুল, সে চঞ্চল চকিত চামেলি

              স্মিত শুভ্রমুখী,

তরুণী রজনীগন্ধা আগ্রহে উৎসুক-উন্নমিতা,

              একান্ত কৌতুকী,

কয়েক বসন্তে তারা আমার যৌবনকাব্যগাথা

              লয়েছিল পড়ি।

কণ্ঠে কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি বক্ষোমাঝে

              বাসনা-বাঁশরি।

 

 

ব্যর্থ জীবনের সে কয়খানি পরম অধ্যায়

              ওগো মধুমাস,

তোমার কুসুমগন্ধে বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে

              হইবে প্রকাশ।

বকুল চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যাবে চলি

              যুগে যুগান্তরে,