আত্মসমর্পণ

তোমার আনন্দগানে আমি দিব সুর

যাহা জানি দু-একটি প্রীতিসুমধুর

অন্তরের ছন্দোগাথা ; দুঃখের ক্রন্দনে

বাজিবে আমার কণ্ঠ বিষাদবিধুর

তোমার কণ্ঠের সনে ; কুসুমে চন্দনে

তোমারে পূজিব আমি ; পরাব সিন্দূর

তোমার সীমন্তে ভালে ; বিচিত্র বন্ধনে

তোমারে বাঁধিব আমি, প্রমোদসিন্ধুর

তরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে।

মানব-আত্মার গর্ব আর নাহি মোর,

চেয়ে তোর স্নিগ্ধশ্যাম মাতৃমুখ-পানে

ভালোবাসিয়াছি আমি ধূলিমাটি তোর।

জন্মেছি যে মর্ত-কোলে ঘৃণা করি তারে

ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে।