দরিদ্রা

দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালোবাসি

হে ধরিত্রী, স্নেহ তোর বেশি ভালো লাগে—

বেদনাকাতর মুখে সকরুণ হাসি,

দেখে মোর মর্ম-মাঝে বড়ো ব্যথা জাগে।

আপনার বক্ষ হতে রসরক্ত নিয়ে

প্রাণটুকু দিয়েছিস সন্তানের দেহে,

অহর্নিশি মুখে তার আছিস তাকিয়ে,

অমৃত নারিস দিতে প্রাণপণ স্নেহে।

কত যুগ হতে তুই বর্ণগন্ধগীতে

সৃজন করিতেছিস আনন্দ-আবাস,

আজো শেষ নাহি হল দিবসে নিশীথে —

স্বর্গ নাই, রচেছিস স্বর্গের আভাস।

তাই তোর মুখখানি বিষাদকোমল,

সকল সৌন্দর্যে তোর ভরা অশ্রুজল।