কল্পনা

       আমারে ডাকিছে সবে।

সময় হয়েছে নিকট, এখন

       বাঁধন ছিঁড়িতে হবে।

 

বিশ্বজগৎ আমারে মাগিলে

       কে মোর আত্মপর!

আমার বিধাতা আমাতে জাগিলে

       কোথায় আমার ঘর!

কিসেরি বা সুখ, ক’ দিনের প্রাণ?

ওই উঠিয়াছে সংগ্রাম গান,

অমর মরণ রক্তচরণ

       নাচিছে সগৌরবে।

সময় হয়েছে নিকট, এখন

       বাঁধন ছিঁড়িতে হবে।