সোনার তরী

কেন যে তোমার কাছে

            একটু গোপন আছে,

একটু রয়েছি মুখ হেলায়ে।

             এ নহে গো অবিশ্বাস —

            নহে সখা, পরিহাস,

নহে নহে ছলনার খেলা এ।

 

 

       বসন্তনিশীথে বঁধু,

       লহ গন্ধ, লহ মধু,

সোহাগে মুখের পানে তাকিয়ো।

       দিয়ো দোল আশে-পাশে,

       কোয়ো কথা মৃদু ভাষে —

শুধু এর বৃন্তটুকু রাখিয়ো।

 

 

       সেটুকুতে ভর করি

       এমন মাধুরী ধরি

তোমাপানে আছি আমি ফুটিয়া,

       এমন মোহনভঙ্গে

       আমার সকল অঙ্গে

নবীন লাবণ্য যায় লুটিয়া —

 

 

       এমন সকল বেলা

       পবনে চঞ্চল খেলা,

বসন্তকুসুম-মেলা দুধারি।

       শুন বঁধু, শুন তবে,

       সকলই তোমার হবে,

কেবল শরম থাক্‌ আমারি।