সোনার তরী

  পূর্ণচন্দ্রকররাশি

            মূর্ছাতুর পড়ে আসি

       এই নবযৌবনের মুকুলে,

            অঙ্গ মোর ভালোবেসে

            ঢেকে দেয় মৃদু হেসে

       আপনার লাবণ্যের দুকূলে —

 

 

            মুখে বক্ষে কেশপাশে

            ফিরে বায়ু খেলা-আশে,

       কুসুমের গন্ধ ভাসে গগনে —

            হেনকালে তুমি এলে

            মনে হয় স্বপ্ন ব ' লে,

        কিছু আর নাহি থাকে স্মরণে।

 

 

            থাক্‌ বঁধু, দাও ছেড়ে,

            ওটুকু নিয়ো না কেড়ে,

       এ শরম দাও মোরে রাখিতে —

            সকলের অবশেষ

            এইটুকু লাজলেশ

       আপনারে আধখানি ঢাকিতে।

 

 

            ছলছল-দু ' নয়ান

            করিয়ো না অভিমান,

       আমিও যে কত নিশি কেঁদেছি ;

            বুঝাতে পারি নে যেন

            সব দিয়ে তবু কেন

       সবটুকু লাজ দিয়ে বেঁধেছি —