প্রত্যাখ্যান

অমন দীননয়নে তুমি

      চেয়ো না।

অমন সুধা-করুণ সুরে

      গেয়ো না।

সকালবেলা সকল কাজে

আসিতে যেতে পথের মাঝে

আমারি এই আঙিনা দিয়ে

      যেয়ো না।

অমন দীননয়নে তুমি

      চেয়ো না।

 

মনের কথা রেখেছি মনে

      যতনে,

ফিরিছ মিছে মাগিয়া সেই

      রতনে।

তুচ্ছ অতি, কিছু সে নয়,

দু চারি ফোঁটা অশ্রু ময়

একটি শুধু শোণিত-রাঙা

      বেদনা।

অমন দীননয়নে তুমি

      চেয়ো না।

 

কাহার আশে দুয়ারে কর

      হানিছ?

না জানি তুমি কী মোরে মনে

      মানিছ!

রয়েছি হেথা লুকাতে লাজ,

নাহিকো মোর রানীর সাজ,  

পরিয়া আছি জীর্ণচীর

       বাসনা।