ব্যর্থ যৌবন

আজি        যে রজনী যায় ফিরাইব তায়

                    কেমনে?

কেন        নয়নের জল ঝরিছে বিফল

                     নয়নে!

            এ বেশভূষণ লহ সখী, লহ,

            এ কুসুমমালা হয়েছে অসহ —

            এমন যামিনী কাটিল বিরহ

                    শয়নে।

আজি        যে-রজনী যায় ফিরাইব তায়

                    কেমনে।

 

 

আমি        বৃথা অভিসারে এ যমুনাপারে

                     এসেছি।

বহি          বৃথা মনোআশা এত ভালোবাসা

                    বেসেছি।

            শেষে নিশিশেষে বদন মলিন,

            ক্লান্ত চরণ, মন উদাসীন,

             ফিরিয়া চলেছি কোন্‌ সুখহীন

                 ভবনে!

হায়,       যে-রজনী যায় ফিরাইব তায়

                  কেমনে?

 

 

কত         উঠেছিল চাঁদ নিশীথ-অগাধ

                 আকাশে!

বনে          দুলেছিল ফুল গন্ধব্যাকুল

                 বাতাসে।

            তরুমর্মর নদীকলতান

            কানে লেগেছিল স্বপ্নসমান,