সোনার তরী

                 আবেশবশে।

            পরশ করিলে জাগে না সে আর,

            কুসুমের হার লাগে গুরুভার,

            ঘুমে জাগরণে মিশি একাকার

                 নিশিদিবসে।

            বেদনাবিহীন অসাড় বিরাগ

                 মরমে পশে

                 আবেশবশে।

 

 

ঢালি        মধুরে মধুর বধূরে আমার

                 হারাই বুঝি,

                 পাই নে খুঁজি।

             বাসরের দীপ নিবে নিবে আসে —

            ব্যাকুল নয়নে হেরি চারি পাশে

            শুধু রাশি রাশি শুষ্ক কুসুম

                 হয়েছে পুঁজি।

            অতল স্বপ্নসাগরে ডুবিয়া

                 মরি যে যুঝি

                 কাহারে খুঁজি।

 

 

তাই         ভেবেছি আজিকে খেলিতে হইবে

                 নূতন খেলা

                 রাত্রিবেলা।

            মরণদোলায় ধরি রশিগাছি

            বসিব দুজনে বড়ো কাছাকাছি,

            ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া

                 মারিবে ঠেলা

            আমাতে প্রাণেতে খেলিব দুজনে

                 ঝুলনখেলা

                 নিশীথবেলা।