ঝুলন

আমি        পরানের সাথে খেলিব আজিকে

                 মরণখেলা

                 নিশীথবেলা।

            সঘন বরষা, গগন আঁধার,

            হেরো বারিধারে কাঁদে চারি ধার,

            ভীষণ রঙ্গে ভবতরঙ্গে

                 ভাসাই ভেলা ;

            বাহির হয়েছি স্বপ্ন-শয়ন

                 করিয়া হেলা

                 রাত্রিবেলা।

 

 

ওগো,       পবনে গগনে সাগরে আজিকে

                 কী কল্লোল,

                 দে দোল্‌ দোল্‌।

            পশ্চাৎ হতে হা হা ক ' রে হাসি

            মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি,

            যেন এ লক্ষ যক্ষশিশুর

                 অট্টরোল।

            আকাশে পাতালে পাগলে মাতালে

                 হট্টগোল।

                 দে দোল্‌ দোল্‌।

 

 

আজি        জাগিয়া উঠিয়া পরান আমার

                 বসিয়া আছে

                  বুকের কাছে।

            থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া,

            ধরিছে আমার বক্ষ চাপিয়া,

            নিঠুর নিবিড় বন্ধনসুখে