সোনার তরী

               অসীম নির্ভর,

নির্নিমেষ     নীল    নেত্র,    বিশ্বব্যাপ্ত    জটাজূট,

               নির্বাক   অধর —

তার     কাছে    পৃথিবীর     চঞ্চল     আনন্দগুলি

                তুচ্ছ মনে হবে ;

সমুদ্রে   মিশিলে    নদী    বিচিত্র   তটের    স্মৃতি

               স্মরণে কি রবে?

 

 

 

ওগো   মৃত্যু,   ওগো   প্রিয়, তবু থাক্‌   কিছুকাল

               ভুবনমাঝারে।

এরি     মাঝে       বধূবেশে      অনন্তবাসর-দেশে

               লইয়ো না তারে।

এখনো    সকল    গান    করে    নি    সে    সমাপন

               সন্ধ্যায় প্রভাতে ;

নিজের    বক্ষের    তাপে    মধুর    উত্তপ্ত    নীড়ে

               সুপ্ত আছে রাতে ;

পান্থপাখিদের   সাথে    এখনো    যে   যেতে   হবে

               নব নব দেশে,

সিন্ধুতীরে,     কুঞ্জবনে     নব     নব       বসন্তের

                আনন্দ-উদ্দেশে।

ওগো   মৃত্যু,   কেন   তুই    এখনি   তাহার   নীড়ে

               বসেছিস এসে?

তার    সব   ভালোবাসা    আঁধার    করিতে    চাস

               তুই ভালোবেসে?

 

এ    যদি    সত্যই     হয়     মৃত্তিকার    পৃথ্বী- ' পরে

                 মুহূর্তের খেলা,

এই     সব    মুখোমুখি   এই      সব     দেখাশোনা

                 ক্ষণিকের মেলা,

প্রাণপণ     ভালোবাসা    সেও    যদি     হয়    শুধু