আবছায়া
তারা সেই      ধীরে ধীরে আসিত,
               মৃদু মৃদু হাসিত,
            তাদের পড়েছে আজ মনে।
তারা            কথাটি কহিত না,
                কাছেতে রহিত না,
            চেয়ে রইত নয়নে নয়নে।
তারা           চলে যেত আনমনে,
                বেড়াইত বনে বনে,
            আনমনে গাহিত রে গান।
                চুল থেকে ঝরে ঝরে
                ফুলগুলি যেত পড়ে,
            কেশপাশে ঢাকিত বয়ান।
                কাছে আমি যাইতাম,
                গানগুলি গাইতাম,
            সাথে সাথে যাইতাম পিছু—
                তারা যেন আনমনা,
                শুনিত কি শুনিত না
            বুঝিবারে নারিতাম কিছু।
                কভু তারা থাকি থাকি
                আনমনে শূন্য-আঁখি
            চাহিয়া রহিত মুখপানে,
                ভালো তারা বাসিত কি,
                মৃদু হাসি হাসিত কি,
             প্রাণে প্রাণ দিত কি, কে জানে!
                গাঁথি ফুলে মালাগুলি
                যেন তারা যেত ভুলি
            পরাইতে আমার গলায়।
                যেন যেতে যেতে ধীরে
                চায় তারা ফিরে ফিরে
            বকুলের গাছের তলায়।