কথা

     থামিল দুর্গদ্বারে।

‘ দুয়ারের কাছে কে ওই শয়ান,

     ওঠো ওঠো, খোলো দ্বার ।'

নাহি শোনে কেহ — প্রাণহীন দেহ

      সাড়া নাহি দিল আর।

প্রভুর কর্মে বীরের ধর্মে

      বিরোধ মিটাতে আজ

দুর্গদুয়ারে ত্যজিয়াছে প্রাণ

      দুর্গেশ দুমরাজ।