কথা

     দিবে মারাঠার করে।'

‘ প্রভুর আদেশে বীরের ধর্মে

     বিরোধ বাধিল আজ '

নিশ্বাস ফেলি কহিলা কাতরে

      দুর্গেশ দুমরাজ।

 

 

মাড়োয়ার - দূত করিল ঘোষণা,

     ‘ ছাড়ো ছাড়ো রণসাজ।'

রহিল পাষাণ - মুরতি - সমান

     দুর্গেশ দুমরাজ।

বেলা যায় যায়, ধূ ধূ করে মাঠ,

     দূরে দূরে চরে ধেনু —

তরুতলছায়ে সকরুণ রবে

     বাজে রাখালের বেণু।

‘ আজমীর গড় দিলা যবে মোরে

     পণ করিলাম মনে,

প্রভুর দুর্গ শত্রুর করে

     ছাড়িব না এ জীবনে।

প্রভুর আদেশে সে সত্য হায়

     ভাঙিতে হবে কি আজ! '

এতেক ভাবিয়া ফেলে নিশ্বাস

     দুর্গেশ দুমরাজ।

 

 

রাজপুত সেনা সরোষে শরমে

     ছাড়িল সমর - সাজ।

নীরবে দাঁড়ায়ে রহিল তোরণে

     দুর্গেশ দুমরাজ।

গেরুয়া - বসনা সন্ধ্যা নামিল

     পশ্চিম মাঠ - পারে ;

মারাঠি সৈন্য ধুলা উড়াইয়া