প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
‘ জলস্পর্শ করব না আর’
চিতোর - রানার পণ,
‘ বুঁদির কেল্লা মাটির ’পরে
থাকবে যতক্ষণ।’
‘ কী প্রতিজ্ঞা! হায় মহারাজ,
মানুষের যা অসাধ্য কাজ
কেমন ক’রে সাধবে তা আজ’
কহেন মন্ত্রিগণ।
কহেন রাজা, ‘ সাধ্য না হয়
সাধব আমার পণ।’
বুঁদির কেল্লা চিতোর হতে
যোজন - তিনেক দূর।
সেথায় হারাবংশী সবাই
মহা মহা শূর।
হামু রাজা দিচ্ছে থানা,
ভয় কারে কয় নাইকো জানা —
তাহার সদ্য প্রমাণ রানা
পেয়েছেন প্রচুর।
হারাবংশীর কেল্লা বুঁদি
যোজন - তিনেক দূর।
মন্ত্রী কহে যুক্তি করি,
‘ আজকে সারারাতি
মাটি দিয়ে বুঁদির মতো
নকল কেল্লা পাতি।