কথা

          গুরুদাসপুর গড়ে

বন্দা যখন বন্দী হইল

         তুরানি সেনার করে,

সিংহের মতো শৃঙ্খল গত

          বাঁধি লয়ে গেল ধরে

          দিল্লিনগর - ’পরে।

বন্দা সমরে বন্দী হইল

          গুরুদাসপুর গড়ে।

 

 

সম্মুখে চলে মোগল - সৈন্য

          উড়ায়ে পথের ধূলি,

ছিন্ন শিখের মুণ্ড লইয়া

          বর্শাফলকে তুলি।

শিখ সাত শত চলে পশ্চাতে,

          বাজে শৃঙ্খলগুলি।

রাজপথ - ’পরে লোক নাহি ধরে,

          বাতায়ন যায় খুলি।

শিখ গরজয়, ‘গুরুজির জয়’

          পরানের ভয় ভুলি।

মোগলে ও শিখে উড়ালো আজিকে

          দিল্লিপথের ধূলি।

 

 

          পড়ি গেল কাড়াকাড়ি,

আগে কেবা প্রাণ করিবেক দান

          তারি লাগি তাড়াতাড়ি।

দিন গেলে প্রাতে ঘাতকের হাতে

          বন্দীরা সারি সারি

‘জয় গুরুজির’ কহি শত বীর

           শত শির দেয় ডারি।