বন্দী বীর

          পঞ্চনদীর তীরে

          বেণী পাকাইয়া শিরে

দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে

          জাগিয়া উঠেছে শিখ

         নির্মম নির্ভীক।

হাজার কণ্ঠে গুরুজির জয়

           ধ্বনিয়া তুলেছে দিক্‌।

          নূতন জাগিয়া শিখ

নূতন উষার সূর্যের পানে

          চাহিল নির্নিমিখ।

 

 

          ‘ অলখ নিরঞ্জন '

মহারব উঠে বন্ধন টুটে

          করে ভয়ভঞ্জন।

বক্ষের পাশে ঘন উল্লাসে

          অসি বাজে ঝন্‌ঝন্‌।

পঞ্জাব আজি গরজি উঠিল,

           ‘ অলখ নিরঞ্জন! '

 

 

          এসেছে সে এক দিন

লক্ষ পরানে শঙ্কা না জানে

          না রাখে কাহারও ঋণ।

জীবন মৃত্যু পায়ের ভৃত্য,

          চিত্ত ভাবনাহীন।

পঞ্চনদীর ঘিরি দশ তীর

          এসেছে সে এক দিন।