কথা

কত ধন যায় রাজমহিষীর

          এক প্রহরের প্রমোদে!’

 

 

কহিলেন রাজা উদ্যত রোষ

          রুধিয়া দীপ্ত হৃদয়ে —

‘ যতদিন তুমি আছ রাজরানী

দীনের কুটিরে দীনের কী হানি

বুঝিতে নারিবে জানি তাহা জানি —

          বুঝাব তোমার নিদয়ে।’

 

 

রাজার আদেশে কিংকরী আসি

          ভূষণ ফেলিল খুলিয়া —

অরুণবরন অম্বরখানি

নির্মম করে খুলে দিল টানি,

ভিখারি নারীর চীরবাস আনি

          দিল রানীদেহে তুলিয়া।

 

 

পথে লয়ে তারে কহিলেন রাজা,

          ‘ মাগিবে দুয়ারে দুয়ারে —

এক প্রহরের লীলায় তোমার

যে-ক’টি কুটির হল ছারখার

যত দিনে পার সে - ক’টি আবার

          গড়ি দিতে হবে তোমারে।

 

 

‘ বৎসরকাল দিলেম সময়,

          তার পরে ফিরে আসিয়া

সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি

সবার সমুখে জানাবে যুবতী

হয়েছে জগতে কতটুকু ক্ষতি

          জীর্ণ কুটির নাশিয়া।’