কথা

কুটির হইতে কুটিরে অনল

          উড়িয়া উড়িয়া ছুটিল।

 

 

ছোটো গ্রামখানি লেহিয়া লইল

          প্রলয়লোলুপ রসনা।

জনহীন পথে মাঘের প্রভাতে

প্রমোদক্লান্ত শত সখী - সাথে

ফিরে গেল রানী কুবলয় হাতে

          দীপ্ত - অরুণ - বসনা।

 

 

তখন সভায় বিচার - আসনে

           বসিয়াছিলেন ভূপতি।

গৃহহীন প্রজা দলে দলে আসে,

দ্বিধাকম্পিত গদগদ ভাষে

নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে

          চরণে করিয়া বিনতি।

 

 

সভাসন ছাড়ি উঠি গেল রাজা

          রক্তিমমুখ শরমে।

অকালে পশিলা রানীর আগার —

কহিলা, ‘ মহিষী, একি ব্যবহার!

গৃহ জ্বালাইলে অভাগা প্রজার

          বলো কোন্‌ রাজধরমে! '

 

 

রুষিয়া কহিল রাজার মহিষী,

          ‘ গৃহ কহ তারে কী বোধে!

গেছে গুটিকত জীর্ণ কুটির,

কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর?