জাগ্রত স্বপ্ন
আজ একেলা বসিয়া, আকাশে চাহিয়া,
কী সাধ যেতেছে, মন!
বেলা চলে যায় — আছিস কোথায়?
কোন্ স্বপনেতে নিমগন?
বসন্তবাতাসে আঁখি মুদে আসে,
মৃদু মৃদু বহে শ্বাস,
গায়ে এসে যেন এলায়ে পড়িছে
কুসুমের মৃদু বাস।
যেন সুদূর নন্দনকাননবাসিনী
সুখঘুমঘোরে মধুরহাসিনী,
অজানা প্রিয়ার ললিত পরশ
ভেসে ভেসে বহে যায়,
অতি মৃদু মৃদু লাগে গায়।
বিস্মরণমোহে
আঁধারে আলোকে
মনে পড়ে যেন তায়,
স্মৃতি-আশা-মাখা মৃদু
সুখে দুখে
পুলকিয়া উঠে কায়।
ভ্রমি আমি যেন সুদূর
কাননে,
সুদূর আকাশতলে,
আনমনে যেন গাহিয়া
বেড়াই
সরযূর কলকলে।
গহন বনের কোথা হতে
শুনি
বাঁশির স্বর-আভাস,
বনের হৃদয় বাজাইছে যেন
মরমের অভিলাষ।
বিভোর হৃদয়ে বুঝিতে
পারি নে
কে গায় কিসের গান,
অজানা ফুলের সুরভি
মাখানো
স্বরসুধা করি পান।