প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
তোরা ফুল, তোরা পাখি, তোরা খোলা প্রাণ,
জগতের
আনন্দ যে তোরা,
জগতের
বিষাদ-পাসরা।
পৃথিবীতে উঠিয়াছে আনন্দলহরী
তোরা তার
একেকটি ঢেউ,
কখন উঠিলি আর কখন মিলালি
জানিতেও
পারিল না কেউ।
নাই তোর নাই রে ভাবনা,
এ জগতে
কিছুই মরে না।
নদীস্রোতে কোটি কোটি মৃত্তিকার কণা
ভেসে আসে,
সাগরে মিশায়--
জান না
কোথায় তারা যায়!
একেকটি কণা লয়ে গোপনে সাগর
রচিছে
বিশাল মহাদেশ,
না জানি
কবে তা হবে শেষ!
মুহূর্তেই ভেসে যায় আমাদের গান,
জান না তো
কোথায় তা যায়!
আকাশের
সাগরসীমায়!
আকাশ-সমুদ্র-তলে গোপনে গোপনে
গীতরাজ্য
হতেছে সৃজন,