নদী
নদী
ফুলিয়ে ঘুলিয়ে ওঠে।
তখন কানায়
কানায় জল,
কত
ভেসে আসে
ফুল ফল।
ঢেউ
হেসে ওঠে
খলখল,
তরী
করি ওঠে
টলমল।
নদী
অজগরসম ফুলে
গিলে
খেতে চায়
দুই কূলে।
আবার ক্রমে আসে ভাঁটা
পড়ে,
তখন জল যায়
সরে সরে।
তখন নদী
রোগা হয়ে আসে,
কাদা
দেখা দেয়
দুই পাশে।
বেরোয় ঘাটের সোপান যত
যেন
বুকের হাড়ের মতো।
নদী
চলে যায় যত দূরে
ততই জল ওঠে
পুরে পুরে।
শেষে দেখা
নাহি যায় কূল,
চোখে দিক
হয়ে যায় ভুল।
নীল
হয়ে আসে জলধারা,
মুখে
লাগে যেন
নুন - পারা।
ক্রমে
নীচে নাহি
পাই তল,
ক্রমে
আকাশে
মিশায় জল,
ডাঙা
কোন্খানে
পড়ে রয় —
শুধু
জলে জলে জলময়।
ওরে
একি শুনি
কোলাহল,
হেরি
একি ঘন নীল
জল।
ওই
বুঝি রে সাগর হোথা,
উহার কিনারা
কে জানে কোথা।
ওই
লাখো লাখো ঢেউ উঠে
সদাই
মরিতেছে
মাথা কুটে।
ওঠে
সাদা সাদা ফেনা যত
যেন
বিষম রাগের মতো।