চিরায়মানা

যেমন আছ তেমনি এসো,

     আর কোরো না সাজ।

            বেণী নাহয় এলিয়ে রবে,

            সিঁথে নাহয় বাঁকা হবে,

            নাই বা হল পত্রলেখায়

                 সকল কারুকাজ।

            কাঁচল যদি শিথিল থাকে

                 নাইকো তাহে লাজ।

                         যেমন আছ তেমনি এসো,

                             আর কোরো না সাজ।

 

এসো দ্রুত চরণ দুটি

     তৃণের ' পরে ফেলে।

            ভয় কোরো না, অলক্তরাগ

            মোছে যদি মুছিয়া যাক—

            নূপুর যদি খুলে পড়ে

                 নাহয় রেখে এলে।

             খেদ কোরো না মালা হতে

                 মুক্তা খ'সে গেলে।

                        এসো দ্রুত চরণ দুটি

                             তৃণের ' পরে ফেলে।

 

হেরো গো, ওই আঁধার হল,

     আকাশ ঢাকে মেঘে।

            ও পার হতে দলে দলে

            বকের শ্রেণী উড়ে চলে,

            থেকে থেকে শূন্য মাঠে

                 বাতাস ওঠে জেগে।

            ওই রে গ্রামের গোষ্ঠ - মুখে            

                 ধেনুরা ধায় বেগে।