ক্ষণিকা

                        অন্ধকারের স্নিগ্ধ কোলে

                             থাক্‌ রে হয়ে বধির অন্ধ।

 

যদি তোমায় কেউ না রাখে,

সবাই যদি ছেড়েই থাকে—

            জনশূন্য বিশাল ভবে

            একলা এসে দাঁড়াও তবে,

             তোমার বিশ্ব উদার রবে

                 হাজার সুরে তোমায় ডাকে।

                 আঁধার রাতে নির্নিমেষে

                             দেখতে দেখতে যাবে দেখা,

                        তুমি একা জগৎ মাঝে,

                              প্রাণের মাঝে আরেক একা।

 

ফুলের দিনে যে মঞ্জরী

ফলের দিন যাক সে ঝরি।

            মরিস নে আর মিথ্যে ভেবে,

            বসন্তেরই অন্তে এবে

            যারা যারা বিদায় নেবে

                 একে একে যাক রে সরি।

            হোক রে তিক্ত মধুর কণ্ঠ,

                 হোক রে রিক্ত কল্পলতা—

             তোমার থাকুক পরিপূর্ণ

                 একলা থাকার সার্থকতা।