কৃতার্থ

এখনো ভাঙে নি ভাঙে নি মেলা

            নদীর তীরের মেলা।

এ শুধু আষাঢ় - মেঘের আঁধার,

            এখনো রয়েছে বেলা।

ভেবেছিনু দিন মিছে গোঙালেম,              

যাহা ছিল বুঝি সবই খোয়ালেম,

আছে আছে তবু, আছে ভাই, কিছু

            রয়েছে বাকি।

আমারো ভাগ্যে আজ ঘটে নাই

            কেবলি ফাঁকি।

 

বেচিবার যাহা বেচা হয়ে গেছে

            কিনিবার যাহা কেনা,

আমি তো চুকিয়ে দিয়েছি নিয়েছি

             সকল পাওনা দেনা।

দিন না ফুরাতে ফিরিব এখন—

প্রহরী চাহিছ পসরার পণ?

ভয় নাই ওগো, আছে আছে, কিছু

            রয়েছে বাকি।

আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি

            কেবলি ফাঁকি।

 

কখন বাতাস মাতিয়া আবার

            মাথায় আকাশ ভাঙে!

কখন সহসা নামিবে বাদল,

             তুফান উঠিবে গাঙে!

তাই ছুটাছুটি চলিয়াছি ধেয়ে—

পারানির কড়ি চাহ তুমি নেয়ে?

কিসের ভাবনা, আছে আছে, কিছু

            রয়েছে বাকি।