বিরহ

তুমি যখন চলে গেলে

          তখন দুই - পহর—

সূর্য তখন মাঝ - গগনে,

           রৌদ্র খরতর।

ঘরের কর্ম সাঙ্গ করে                   

ছিলেম তখন একলা ঘরে,

আপন - মনে বসে ছিলেম

            বাতায়নের ‘পর।

                তুমি যখন চলে গেলে

                      তখন দুই - পহর।

 

চৈত্র মাসের নানা খেতের

            নানা গন্ধ নিয়ে

আসতেছিল তপ্ত হাওয়া

            মুক্ত দুয়ার দিয়ে।

দুটি ঘুঘু সারাটা দিন

ডাকতেছিল শ্রান্তিবিহীন,

একটি ভ্রমর ফিরতেছিল

            কেবল গুন্‌গুনিয়ে

                চৈত্র মাসের নানা খেতের

                     নানা বার্তা নিয়ে।

 

তখন পথে লোক ছিল না,

            ক্লান্ত কাতর গ্রাম।

ঝাউশাখাতে উঠতেছিল

             শব্দ অবিশ্রাম।

আমি শুধু একলা প্রাণে

অতি সুদূর বাঁশির তানে

গেঁথেছিলেম আকাশ ভ'রে

            একটি কাহার নাম।