বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ

কোন্‌ বাণিজ্যে নিবাস তোমার

      কহো আমায় ধনী,

তাহা হলে সেই বাণিজ্যের

      করব মহাজনি ।

 

      দুয়ার জুড়ে কাঙাল বেশে

      ছায়ার মতো চরণদেশে

       কঠিন তব নূপুর ঘেঁষে

                   আর বসে না রইব—

       এটা আমি স্থির বুঝেছি

                     ভিক্ষা নৈব নৈব।

 

                    যাবই আমি যাবই, ওগো,

                         বাণিজ্যেতে যাবই।

                   তোমায় যদি না পাই , তবু

                             আর কার তো পাবই।

 

সাজিয়ে নিয়ে জাহাজখানি

       বসিয়ে হাজার দাঁড়ি

কোন্‌ নগরে যাব, দিয়ে

       কোন্‌ সাগরে পাড়ি।

   

       কোন্‌ তারকা লক্ষ্য করি,

       কূল - কিনারা পরিহরি ,

       কোন্‌ দিকে যে বাইব তরী

                   অকূল কালো নীরে—

       মরব না আর ব্যর্থ আশায়

                   বালুমরুর তীরে।

 

                     যাবই আমি যাবই, ওগো,