ছন্দের মাত্রা

সে কথা নাহি মানে হিয়া,

তোমারে কবে মনোমাঝে

জেনেছি আমি না জানিয়া।

ফুলের ডালি কোলে দিনু,

বসিয়াছিলে একাকিনী,

তখনি ডেকে বলেছিনু,

তোমারে চিনি, ওগো চিনি॥

তার পরে ৪+৩+২–

বলেছিনু | বসিতে | কাছে,

দেবে কিছু | ছিল না | আশা,

দেব ব ' লে | যেজন | যাচে

বুঝিলে না | তাহারো | ভাষা।

শুকতারা | চাঁদের সাথি

বলে, “ প্রভু, বেসেছি ভালো,

নিয়ে যেয়ো আমার বাতি

যেথা যাবে তোমার আলো। ”

ফুল বলে, “ দখিনাহাওয়া,

বাঁধিব না বাহুর ডোরে,

ক্ষণতরে তোমারে পাওয়া

চিরতরে দেওয়া যে মোরে। ”

তার পরে ৩ + ৬–

বিজুলি | কোথা হতে এলে,

তোমারে | কে রাখিবে বেঁধে।

মেঘের | বুক চিরি গেলে

অভাগা | মরে কেঁদে কেঁদে।

আগুনে গাঁথা মণিহারে

ক্ষণেক সাজায়েছে যারে,

প্রভাতে মরে হাহাকারে

বিফল রজনীর খেদে।

দেখা যাক ৪ + ৫–

মোর বনে | ওগো গরবী,

এলে যদি | পথ ভুলিয়া,