বিচিত্র
৮৩
        যে কেবল  পালিয়ে বেড়ায়,  দৃষ্টি এড়ায়,  ডাক দিয়ে যায় ইঙ্গিতে,
        সে কি আজ  দিল ধরা  গন্ধে-ভরা  বসন্তের এই সঙ্গীতে॥
                 ও কি তার  উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি।
                 আজি কি   পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি।
                 ও কি তার  চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে॥
          না গো না,  দেয় নি ধরা,   হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে।
        মিছে এই  হেলা-দোলায়  মনকে ভোলায়,  ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে।
                 সে বুঝি   লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে,
                 নয়নের    আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে–
                 ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে॥