বিচিত্র
৮৪
                ও কি এল, ও কি এল না,   বোঝা গেল না–
                ও কি মায়া কি স্বপনছায়া,     ও কি ছলনা॥
                   ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,
                 গানেরই তানে কি বাঁধিবে ওরে–
                    ও যে  চিরবিরহেরই সাধনা॥      
           ওর  বাঁশিতে করুণ কী সুর লাগে
               বিরহমিলনমিলিত  রাগে।
                  সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
                  হৃদয়বনে ও উদাসী হাওয়া,
                        বুঝি   শুধু ও পরমকামনা॥