বিচিত্র
৮২
      হে      আকাশবিহারী নীরদবাহন জল,
            আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল॥
      তুমি    বরনে বরনে কিরণে কিরণে   প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে 
                        দিয়েছ ভাসায়ে পবনে পবনে স্বপনতরণীদল॥
      শেষে   শ্যামল মাটির প্রেমে   তুমি   ভুলে এসেছিলে নেমে,
      কবে    বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতল।
      আজ    পাষাণদুয়ার দিয়েছি টুটিয়া,   কত যুগ পরে এসেছ ছুটিয়া
                        নীল গগনের হারানো স্মরণ
                        গানেতে সমুচ্ছল॥