বিসর্জন

আর ফিরাব না মুখ।

গোবিন্দমাণিক্য।                          দুই দিন দিনু

অবসর।

রঘুপতি।                          মহারাজ রাজ-অধিরাজ!

মহিমাসাগর তুমি কৃপা-অবতার!

ধূলির অধম আমি, দীন, অভাজন!

[ প্রস্থান

গোবিন্দমাণিক্য।   নক্ষত্র, স্বীকার করো অপরাধ তব।

নক্ষত্ররায়।    মহারাজ, দোষী আমি। সাহস না হয়

মার্জনা করিতে ভিক্ষা।

পদতলে পতন

 

গোবিন্দমাণিক্য।                         বলো তুমি কার

মন্ত্রণায় ভুলে এ কাজে দিয়েছ হাত?

স্বভাবকোমল তুমি, নিদারুণ বুদ্ধি

এ তোমার নহে।

নক্ষত্ররায়।                      আর কারে দিব দোষ!

লব না এ পাপমুখে আর কারো নাম।

আমি শুধু একা অপরাধী। আপনার

পাপমন্ত্রণায় আপনি ভুলেছি। শত

দোষ ক্ষমা করিয়াছ নির্বোধ ভ্রাতার,

আরবার ক্ষমা করো!

গোবিন্দমাণিক্য।                         নক্ষত্র, চরণ

ছেড়ে ওঠো, শোনো কথা। ক্ষমা কি আমার

কাজ? বিচারক আপন শাসনে বদ্ধ,

বন্দী হতে বেশি বন্দী। এক অপরাধে

দণ্ড পাবে এক জনে, মুক্তি পাবে আর,

এমন ক্ষমতা নাই বিধাতার — আমি

কোথা আছি!

সকলে।       ক্ষমা করো, ক্ষমা করো প্রভু!

নক্ষত্র তোমার ভাই।

গোবিন্দমাণিক্য।                         স্থির হও সবে।