বিসর্জন
চতুর্থ অঙ্ক
প্রথম দৃশ্য
বিচারসভা
গোবিন্দমাণিক্য রঘুপতি নক্ষত্ররায়
সভাসদ্‌গণ ও প্রহরীগণ
রঘুপতিকে

গোবিন্দমাণিক্য।   আর কিছু বলিবার আছে?

রঘুপতি।                          কিছু নাই।

গোবিন্দমাণিক্য।   অপরাধ করিছ স্বীকার?

রঘুপতি।                               অপরাধ?

অপরাধ করিয়াছি বটে। দেবীপূজা

করিতে পারি নি শেষ — মোহে মূঢ় হয়ে

বিলম্ব করেছি অকারণে। তার শাস্তি

দিতেছেন দেবী, তুমি উপলক্ষ শুধু।

গোবিন্দমাণিক্য।   শুন সর্বলোক, আমার নিয়ম এই —

পবিত্র পূজার ছলে দেবতার কাছে

যে মোহান্ধ দিবে জীববলি, কিম্বা তারি

করিবে উদ্যোগ রাজ-আজ্ঞা তুচ্ছ করি,

নির্বাসনদণ্ড তার প্রতি। রঘুপতি,

অষ্ট বর্ষ নির্বাসনে করিবে যাপন ;

তোমারে আসিবে রেখে সৈন্য চারিজন

রাজ্যের বাহিরে।

রঘুপতি।                          দেবী ছাড়া এ জগতে

এ জানু হয় নি নত আর কারো কাছে।

আমি বিপ্র, তুমি শূদ্র, তবু জোড়করে

নতজানু আজ আমি প্রার্থনা করিব

তোমা কাছে — দুই দিন দাও অবসর

শ্রাবণের শেষ দুই দিন। তার পরে

শরতের প্রথম প্রত্যুষে — চলে যাব

তোমার এ অভিশপ্ত দগ্ধ রাজ্য ছেড়ে,