রাজা ও রানী

রাজপুত্র ফিরিতেছে বনে, তোমরা কি

রাজা হয়ে দেখিবে চাহিয়া? এতটুকু

দয়া নেই কারো? প্রিয়তম, প্রিয়তম,

আমি তো জানি নে, নাথ, সংকটে পড়েছ —

আমি হেথা বসে আছি তোমার লাগিয়া।

অনেক বিলম্ব দেখে মাঝে মাঝে মনে

চকিত বিদ্যুৎ-সম বেজেছে সংশয়।

শুনেছিনু এত লোক ভালোবাসে তারে

কোথা তারা বিপদের দিনে? তুমি নাকি

পৃথিবীর রাজা? বিপন্নের কেহ নহ?

এত সৈন্য, এত যশ, এত বল নিয়ে

দূরে বসে রবে? তবে পথ বলে দাও।

জীবন সঁপিব একা অবলা রমণী।

বিক্রমদেব।  কী প্রবল প্রেম! ভালোবাসো ভালোবাসো

এমনি সবেগে চিরদিন। যে তোমার

হৃদয়ের রাজা, শুধু তারে ভালোবাসো।

প্রেমস্বর্গচ্যুত আমি, তোমাদের দেখে

ধন্য হই। দেবী, চাহি নে তোমার প্রেম।

শুষ্ক শাখে ঝরে ফুল, অন্য তরু হতে

ফুল ছিঁড়ে নিয়ে তারে কেমনে সাজাব?

আমারে বিশ্বাস করো — আমি বন্ধু তব।

চলো মোর সাথে, আমি তারে এনে দেব।

সিংহাসনে বসায়ে কুমারে, তার হাতে

সঁপি দিব তোমারে কুমারী।

     ইলা।                           মহারাজ,

প্রাণ দিলে মোরে। যেথা যেতে বল, যাব।

বিক্রমদেব।  এসো তবে প্রস্তুত হইয়া। যেতে হবে

কাশ্মীরের রাজধানী-মাঝে।

[ ইলা ও সখীর প্রস্থান

                        যুদ্ধ নাহি

ভালো লাগে। শান্তি আরো অসহ্য দ্বিগুণ।

গৃহহীন পলাতক, তুমি সুখী মোর