রাজা ও রানী
জনান্তিকে জয়সেনের প্রতি

  যুধাজিৎ।               ব্রাহ্মণেরে জেনো শত্রু বলে।

বন্দী করে রাখো।

  জয়সেন।                  বিলক্ষণ জানি তারে।


পঞ্চম অঙ্ক
প্রথম দৃশ্য
কাশ্মীর। প্রাসাদ
রেবতী ও চন্দ্রসেন

    রেবতী। যুদ্ধসজ্জা? কেন যুদ্ধসজ্জা। শত্রু কোথা।

মিত্র আসিতেছে। সমাদরে ডেকে আনো

তারে। করুক সে অধিকার কাশ্মীরের

সিংহাসন। রাজ্যরক্ষা-তরে তুমি এত

ব্যস্ত কেন? এ কি তব আপনার ধন?

আগে তারে নিতে দাও, তার পরে ফিরে

নিয়ো বন্ধুভাবে। তখন এ পররাজ্য

হবে আপনার।

  চন্দ্রসেন।                     চুপ করো, চুপ করো,

বলো না অমন করে। কর্তব্য আমার

করিব পালন, তার পরে দেখা যাবে

অদৃষ্ট কী করে।

    রেবতী।                     তুমি কী করিতে চাও

আমি জানি তাহা। যুদ্ধের ছলনা করে

পরাজয় মানিবারে চাও। তার পর

চারি দিক রক্ষা করে সুবিধা বুঝিয়া

কৌশলে করিতে চাও উদ্দেশ্যসাধন।

  চন্দ্রসেন। ছি ছি রানী, এ-সকল কথা শুনি যবে

তব মুখে, ঘৃণা হয় আপনার 'পরে।

মনে হয় সত্য বুঝি এমনি পাষণ্ড