রাজা ও রানী

আমি ; আপনারে ছদ্মবেশী চোর ব'লে

সন্দেহ জনমে। – কর্তব্যের পথ হতে

ফিরায়ো না মোরে।

    রেবতী।                     আমিও পালিব তবে

কর্তব্য আপন। নিশ্বাস করিয়া রোধ

বধিব আপন হস্তে সন্তান আপন।

রাজা যদি না করিবে তারে, কেন তবে

রোপিলে সংসারে পরাধীন ভিক্ষুকের

বংশ। অরণ্যে গমন ভালো, মৃত্যু ভালো,

রিক্তহস্তে পরের সম্পদছায়ে ফেরা

ধিক্‌ বিড়ম্বনা। জেনো তুমি, রাজভ্রাতা,

আমার গর্ভের ছেলে সহিবে না কভু

পরের শাসনপাশ ; সমস্ত জীবন

পরদত্ত সাজ প'রে রহিবে না বসে,

রাজসভাপুত্তলিকা হয়ে। আমি তারে

দিয়েছি জনম, আমি তারে সিংহাসন

দিব — নহে আমি নিজ হস্তে মৃত্যু দিব

তারে। নতুবা সে কুমাতা বলিয়া মোরে

দিবে অভিশাপ।

কঞ্চুকীর প্রবেশ

    কঞ্চুকী।                  যুবরাজ এসেছেন

রাজধানীমাঝে। আসিছেন অবিলম্বে

রাজসাক্ষাতের তরে।

[ প্রস্থান

   রেবতী।                      অন্তরালে রব

আমি। তুমি তারে বলো, অস্ত্রশস্ত্র ছাড়ি

জালন্ধর-রাজপদে অপরাধীভাবে

করিতে হইবে তারে আত্মসমর্পণ।

  চন্দ্রসেন। যেয়ো না চলিয়া।

   রেবতী।                     পারি নে লুকাতে আমি

হৃদয়ের ভাব। স্নেহের ছলনা করা