বিসর্জন

মন্ত্রী।      মহারাজ, একেবারে করেছ কি স্থির?

আজ্ঞা আর ফিরিবে না?

গোবিন্দমাণিক্য।                         আর নহে মন্ত্রী,

বিলম্ব উচিত নহে বিনাশ করিতে

পাপ।

মন্ত্রী।      পাপের কি এত পরমায়ু হবে?

কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা

দেবতাচরণতলে বৃদ্ধ হয়ে এল,

সে কি পাপ হতে পারে?

 

রাজার নিরুত্তরে চিন্তা

নক্ষত্ররায়।                        তাই তো হে মন্ত্রী,

সে কি পাপ হতে পারে?

মন্ত্রী।                          পিতামহগণ

এসেছে পালন করে যত্নে ভক্তিভরে

সনাতন রীতি। তাঁহাদের অপমান

তার অপমানে।

রাজার চিন্তা

 

নক্ষত্ররায়।           ভেবে দেখো মহারাজ,

যুগে যুগে যে পেয়েছে শতসহস্রের

ভক্তির সম্মতি, তাহারে করিতে নাশ

তোমার কী আছে অধিকার।

 

সনিশ্বাসে

 

গোবিন্দমাণিক্য।                       থাক্‌ তর্ক!

যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে —

আজ হতে বন্ধ বলিদান।

[ প্রস্থান

মন্ত্রী।                      একি হল!

নক্ষত্ররায়।    তাই তো হে মন্ত্রী, এ কী হল! শুনেছিনু