বিসর্জন
প্রথম অঙ্ক
প্রথম দৃশ্য
মন্দির
গুণবতী

গুণবতী।    মার কাছে কী করেছি দোষ! ভিখারি যে

সন্তান বিক্রয় করে উদরের দায়ে,

তারে দাও শিশু— পাপিষ্ঠা যে লোকলাজে

সন্তানেরে বধ করে, তার গর্ভে দাও

পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা

সোনার পালঙ্কে মহারানী, শত শত

দাস দাসী সৈন্য প্রজা লয়ে, বসে আছি

তপ্ত বক্ষে শুধু এক শিশুর পরশ

লালসিয়া, আপনার প্রাণের ভিতরে

আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে

অনুভব — এই বক্ষ, এই বাহু দুটি,

এই কোল, এই দৃষ্টি দিয়ে, বিরচিতে

নিবিড় জীবন্ত নীড়, শুধু একটুকু

প্রাণকণিকার তরে। হেরিবে আমারে

একটি নূতন আঁখি প্রথম আলোকে,

ফুটিবে আমারি কোলে কথাহীন মুখে

অকারণ আনন্দের প্রথম হাসিটি!

কুমারজননী মাতঃ, কোন্‌ পাপে মোরে

করিলি বঞ্চিত মাতৃস্বর্গ হতে?

 

রঘুপতির প্রবেশ

প্রভু,

চিরদিন মা'র পূজা করি। জেনে শুনে

কিছু তো করি নি দোষ। পুণ্যের শরীর