প্রায়শ্চিত্ত

উদয়াদিত্য। এ হতভাগাকে নিয়ে কেন বিপদ ডাকছ?

বসন্ত রায়। দাদা তোর জন্য যে বিভাও কারাবাসিনী হয়ে উঠল। তার এই নবীন বয়সে সে কি তার সমস্ত জীবনের সুখ জলাঞ্জলি দেবে?

উদয়াদিত্য। চলো, চলো, চলো। সীতারাম, প্রাসাদে তিনখানি পত্র পাঠাতে চাই।

সীতারাম। নৌকাতেই লিখে দেবেন। ওইখানেই চলুন।

[ প্রস্থান

ধনঞ্জয়ের প্রবেশ
নৃত্যগীত

ওরে       আগুন আমার ভাই

আমি       তোমারি জয় গাই।

তোমার     শিকলভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই।

তুমি       দু হাত তুলে আকাশপানে

মেতেছ আজ কিসের গানে।

এ কী     আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই।

যে দিন     ভবের মেয়াদ ফুরোবে ভাই,

আগল যাবে সরে-

সে দিন     হাতের দড়ি পায়ের বেড়ি

দিবি রে ছাই করে।

সে দিন     আমার অঙ্গ তোমার অঙ্গে

ওই নাচনে নাচবে রঙ্গে,

সকল দাহ মিটবে দাহে

ঘুচবে সব বালাই।