প্রায়শ্চিত্ত
খালের ধারে নৌকার সম্মুখে
সীতারামের সহিত যুবরাজের দ্রুত প্রবেশ

সীতারাম। এই নৌকা, এই নৌকা, আসুন, উঠে পড়ুন-

নৌকার ভিতর হইতে বসন্ত রায়ের অবতরণ

বসন্ত রায়। দাদা এসেছিস? আয় দাদা আয়।

 

বাহু প্রসারণ

 

উদয়াদিত্য। দাদামশায়!

 

আলিঙ্গন

 

বসন্ত রায়। কী দাদা?

উদয়াদিত্য। ( উদ্‌ভ্রান্তভাবে চারিদিকে চাহিয়া) দাদামশায়।

বসন্ত রায়। এই যে আমি দাদা— কেন ভাই।

উদয়াদিত্য। ( দুই হস্ত ধরিয়া) আজ আমি ছাড়া পেয়েছি— তোমাকে পেয়েছি, আর আমার সুখের কী অবশিষ্ট রইল? এ মুহূর্ত আর কতক্ষণ থাকবে?

সীতারাম। ( করজোড়ে) যুবরাজ, নৌকায় উঠুন।

উদয়াদিত্য। ( চমকিত হইয়া) কেন? নৌকায় কেন?

সীতারাম। নইলে এখনই আবার প্রহরীরা আসবে, এখনই ধরে ফেলবে।

উদয়াদিত্য। ( বিস্মিত হইয়া) আমরা কি পালিয়ে যাচ্ছি?

বসন্ত রায়। ( হাত ধরিয়া) হাঁ ভাই— আমি তোকে চুরি করে নিয়ে যাচ্ছি। এ যে পাষাণ-হৃদয়ের দেশ।

সীতারাম। যুবরাজ, আমি তোমাকে উদ্ধার করবার জন্যে কারাগারে আগুন লাগিয়েছি।

উদয়াদিত্য। কী সর্বনাশ— মরবি যে।

সীতারাম। তুমি যতদিন কয়েদে ছিলে প্রতিদিনই আমি মরেছি।

উদয়াদিত্য। ( অনেকক্ষণ ভাবিয়া) না আমি পালাতে পারব না।

বসন্ত রায়। কেন দাদা, এ বুড়োকে কি ভুলে গেছিস?

উদয়াদিত্য। ( দীর্ঘনিশ্বাস ছাড়িয়া) না না,— আমি কারাগারে ফিরে যাই।

বসন্ত রায়। ( হাত চাপিয়া ধরিয়া) কেমন করে যাবি যা দেখি! আমি যেতে দেব না।