কাহিনী

এ তো বেশ কথা, সুখেরই কথা এ।

প্রথমা।      আহা, কত দয়া!

দ্বিতীয়া।                     মায়ার শরীর!

তৃতীয়া।     আহা, দেবী তুমি, নও পৃথিবীর।

চতুর্থী।     হেথা ফেরে নাকো অধম পতিত,

আশ্রয় পায় অনাথ অতিথ।

ক্ষীরো।      কিন্তু একটা কথা আছে বোন!

বড়ো বটে মোর প্রাসাদভবন,

তেমনি যে ঢের লোকজন বেশি —

কোনোমতে তারা আছে ঠেসাঠেসি।

এখানে তোমার জায়গা হবে না

সে একটা মহা রয়েছে ভাবনা।

তবে কিছু দিন যদি ঘর ছেড়ে

বাইরে কোথাও থাকি তাঁবু গেড়ে —

প্রথমা।     ওমা, সে কী কথা!

দ্বিতীয়া।                     তা হলে রানীমা,

রবে না তোমার কষ্টের সীমা।

তৃতীয়া।     যে-সে তাঁবু নয়, তবু সে তাঁবুই,

ঘর থাকতে কি ভিজবে বাবুই!

পঞ্চমী।     দয়া করে কত নাববে নাবোতে,

রানী হয়ে কি না থাকবে তাঁবুতে!

ষষ্ঠী।      তোমার সে দশা দেখলে চক্ষে

অধীনগণের বাজবে বক্ষে।

কল্যাণী।     কাজ নেই রানী, সে অসুবিধায় —

আজকের তরে লইনু বিদায়।

ক্ষীরো।      যাবে নিতান্ত? কী করব ভাই!

ছুঁচ ফেলবার জায়গাটি নাই।

জিনিসপত্র লোক-লশকরে

ঠাসা আছে ঘর — কারে ফস করে

বসতে বলি যে তার জোটি নেই।

ভালো কথা, শোনো, বলি গোপনেই,

গয়নাপত্র কৌশলে রাতে