প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
নবকান্ত। ওঃ! প্রেমের রহস্য কে ভেদ করতে পারে! না জানি সে কিসের বন্ধন যাতে এক হৃদয়ের সঙ্গে আর-এক হৃদয় বাঁধা পড়ে! কী জ্যোৎ স্নাপাশ, কী পুষ্পসৌরভের ডোর, কী মুকুলিত মধুমাসের মধুর মলয়ানিলের বন্ধন!
নরোত্তমের প্রবেশ
নরোত্তম। কী সর্বনাশ! নবকান্তের হাতে পড়লে তো রক্ষা নেই! ধরলে বুঝি!
নবকান্ত। ( নরোত্তমকে ধরিয়া) ভাই, প্রেমের কী মহান শক্তি!
নরোত্তম। খিদের শক্তি তার চেয়ে বেশি। আমি খেতে যাই, আমাকে ছাড়ো-
নবকান্ত। হৃদয়ের ক্ষুধা-
নরোত্তম। হৃদয়ের নয়, উদরের। আমি খেয়ে আসি-
নবকান্ত। খাওয়ার কথা বলছি নে।
নরোত্তম। তুমি কেন বলবে, আমি বলছি। একটু রোসো, আমি — ঐ যে আদ্যানাথবাবু আসছেন। ওঁকে ধরো, প্রেমের শক্তি বোঝবার লোক এমন আর পাবে না।
[ প্রস্থান
আদ্যানাথের প্রবেশ
নবকান্ত। ( আদ্যানাথকে ধরিয়া) মশায়, প্রেমের কী মহান শক্তি!
আদ্যানাথ। মহান শক্তি কী বাপু! মহতী শক্তি। কারণ, শক্তি শব্দ স্ত্রীলিঙ্গ, তৎপূর্বে -
নবকান্ত। ভেবে দেখুন, প্রেমের সৈন্য নেই, সামন্ত নেই, অথচ প্রেম বিশ্ববিজয়ী। সে আপন জীবন্ত-
আদ্যানাথ। জীবন্ত হতেই পারে না।
নবকান্ত। আজ্ঞে হাঁ, সে আপনার জীবন্ত প্রভাবেই-
আদ্যানাথ। জীবিত বলো-না কেন, তা হলে ব্যাকরণ-
নবকান্ত। জীবন্ত প্রভাবে সর্বত্র আপনার পথ সৃজন-
আদ্যানাথ। সৃজন নয়। সর্জন।
নবকান্ত। পথ সৃজন করে নেয়। এই-যে সূর্যতারাখচিত-
আদ্যানাথ। সর্জন, কেননা সৃজ্ ধা-
নবকান্ত। নীলাকাশ, এই-যে বিচিত্রপুষ্পশোভিত-
আদ্যানাথ। সৃজ্ ধাতুর উত্তর-
নবকান্ত। পুষ্পকানন-
[ কথোপকথন করিতে করিতে প্রস্থান