কাহিনী

কিন্তু রাজা একেশ্বর ; সমকক্ষ তার

মহাশত্রু, চিরবিঘ্ন, স্থান দুশ্চিন্তার,

সম্মুখের অন্তরাল, পশ্চাতের ভয়,

অহর্নিশি যশঃশক্তিগৌরবের ক্ষয়,

ঐশ্বর্যের অংশ-অপহারী। ক্ষুদ্র জনে

বলভাগ ক'রে লয়ে বান্ধবের সনে

রহে বলী ; রাজদণ্ড যত খণ্ড হয়

তত তার দুর্বলতা, তত তার ক্ষয়।

একা সকলের ঊর্ধ্বে মস্তক আপন

যদি না রাখিবে রাজা, যদি বহুজন

বহুদূর হতে তাঁর সমুদ্ধত শির

নিত্য না দেখিতে পায় অব্যাহত স্থির,

তবে বহুজন — ' পরে বহুদূরে তাঁর

কেমনে শাসনদৃষ্টি রহিবে প্রচার?

রাজধর্মে ভ্রাতৃধর্ম বন্ধুধর্ম নাই,

শুধু জয়ধর্ম আছে, মহারাজ, তাই

আজি আমি চরিতার্থ — আজি জয়ী আমি —

সম্মুখের ব্যবধান গেছে আজি নামি

পাণ্ডবগৌরবগিরি পঞ্চচূড়াময়।

ধৃতরাষ্ট্র।  জিনিয়া কপটদ্যূতে তারে কোস জয়,

লজ্জাহীন অহংকারী!

দুর্যোধন।             যার যাহা বল

তাই তার অস্ত্র, পিতঃ, যুদ্ধের সম্বল।

ব্যাঘ্রসনে নখে দন্তে নহিক সমান,

তাই বলে ধনুঃশরে বধি তার প্রাণ

কোন্‌ নর লজ্জা পায়? মূঢ়ের মতন

ঝাঁপ দিয়ে মৃত্যুমাঝে আত্মসমর্পণ

যুদ্ধ নহে, জয়লাভ এক লক্ষ্য তার —

আজি আমি জয়ী পিতঃ, তাই অহংকার।

ধৃতরাষ্ট্র।  আজি তুমি জয়ী, তাই তব নিন্দাধ্বনি

পরিপুর্ণ করিয়াছে অম্বর অবনী

সমুচ্চ ধিক্কারে।