কাহিনী

পাণ্ডবগৌরবতলে স্নিগ্ধশান্তরূপে,

হেমন্তের ভেক যথা জড়ত্বের কূপে।

আজি পাণ্ডুপুত্রগণে পরাভব বহি

বনে যায় চলি — আজ আমি সুখী নহি,

আজ আমি জয়ী।

ধৃতরাষ্ট্র।             ধিক্‌ তোর ভ্রাতৃদ্রোহ।

পাণ্ডবের কৌরবের এক পিতামহ

সে কি ভুলে গেলি?

দুর্যোধন।             ভুলিতে পারি নে সে যে —

এক পিতামহ, তবু ধনে মানে তেজে

এক নহি। যদি হত দূরবর্তী পর

নাহি ছিল ক্ষোভ ; শর্বরীর শশধর

মধ্যাহ্নের তপনেরে দ্বেষ নাহি করে,

কিন্তু প্রাতে এক পূর্ব-উদয়শিখরে

দুই ভ্রাতৃসূর্যলোক কিছুতে না ধরে।

আজ দ্বন্দ্ব ঘুচিয়াছে, আজি আমি জয়ী,

আজি আমি একা।

ধৃতরাষ্ট্র।             ক্ষুদ্র ঈর্ষা! বিষময়ী

ভুজঙ্গিনী!

দুর্যোধন।    ক্ষুদ্র নহে, ঈর্ষা সুমহতী।

ঈর্ষা বৃহতের ধর্ম। দুই বনস্পতি

মধ্যে রাখে ব্যবধান ; লক্ষ লক্ষ তৃণ

একত্রে মিলিয়া থাকে বক্ষে বক্ষে লীন ;

নক্ষত্র অসংখ্য থাকে সৌভ্রাত্রবন্ধনে —

এক সূর্য, এক শশী। মলিন কিরণে

দূর বন-অন্তরালে পাণ্ডুচন্দ্রলেখা

আজি অস্ত গেল, আজি কুরুসূর্য একা —

আজি আমি জয়ী!

ধৃতরাষ্ট্র।             আজি ধর্ম পরাজিত।

দুর্যোধন।  লোকধর্ম রাজধর্ম এক নহে পিতঃ!

লোকসমাজের মাঝে সমকক্ষ জন

সহায় সুহৃদ্‌-রূপে নির্ভর বন্ধন।