কালের যাত্রা

যদি পরামর্শ দেন সবই ফুঁকে দিতে

তবে কী করবে ত্যাগ।

উপুড় করবে শূন্য ঘড়াটাকে?

 

তুমি কাকে বলো ত্যাগ, কবি!

 

ত্যাগের রূপ দেখো ওই ঝর্নায়,

নিয়ত গ্রহণ করে তাই নিয়তই করে দান।

নিজেকে যে শুকিয়েছে যদি সেই হল ত্যাগী,

তবে সব-আগে শিব ত্যাগ করুন অন্নপূর্ণাকে।

 

কিন্তু সন্ন্যাসী শিব ভিক্ষুক, সেটা তো মানো।

মহত্ত্ব দিলেন তিনি জগতের দরিদ্রকে।

 

দারিদ্র্যে তাঁরই মহত্ত্ব মহৎ যিনি ঐশ্বর্যে।

মহাদেব ভিক্ষা নেন পাবেন বলে নয় —

আমাদের দানকে করতে চান সার্থক।

ভরব কেমন করে তাঁর অসীম ভিক্ষার ঝুলি।

 

তিনি না চাইলে খুজেই পেতেম না দেবার ধন।

 

বুঝলেম না কথাটা।

 

কিছু তিনি চান নি কুকুর-বেড়ালের কাছে।

‘ অন্ন চাই ' বলে ডাক দিলেন মানুষের দ্বারে।

বেরল মানুষ লাঙল কাঁধে —

যে মাটি ফাঁকা ছিল, প্রকাশ পেল তাতে অন্ন।

 

বললেন ‘ চাই কাপড় '।

হাত পেতেই রইলেন —

বেরল ফলের থেকে তুলো,

তুলোর থেকে সুতো,