নটরাজ

নৃত্যলীলা জড়ের শিলা করুক খান্‌খান্‌,

মৃত্যু হতে অবাধ স্রোতে বহিয়া যাক প্রাণ।

নৃত্য তব ছন্দে তারি

নিত্য ঢালে অমৃতবারি,

শঙ্খ কহে হুহুংকারি

বাঁধন সে তো মায়া,

যা-কিছু ভয়, যা-কিছু ক্ষয়, সে তো ছায়ার ছায়া।

 

এসেছে শীত গাহিতে গীত বসন্তেরি জয়,—

যুগের পরে যুগান্তরে মরণ করে লয়।

তাণ্ডবের ঘূর্ণিঝড়ে

শীর্ণ যাহা ঝরিয়া পড়ে,

প্রাণের জয়-তোরণ গড়ে

আনন্দের তানে,

বসন্তের যাত্রা চলে অনন্তের পানে।

 

বাঁধন যারে বাঁধিতে নারে, বন্দী করি তারে

তোমার হাসি সমুচ্ছ্বাসি উঠিছে বারে বারে।

অমর আলো হারাবে না যে

ঢাকিয়া তারে আঁধার-মাঝে,

নিশীথ-নাচে ডমরু বাজে

অরুণদ্বার খোলে —

জাগে মুরতি, পুরানো জ্যোতি নব উষার কোলে।

 

জাগুক মন, কাঁপুক বন, উড়ুক ঝরা পাতা,

উঠুক জয়, তোমারি জয়, তোমারি জয়গাথা।

ঋতুর দল নাচিয়া চলে

ভরিয়া ডালি ফুলে ও ফলে,

নৃত্য-লোল চরণতলে

মুক্তি পায় ধরা,—

ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে জরা।