নটরাজ

জাগো ধরার ছেলে মেয়ে

আলোয় জাগাও যামিনীরে।

এল আঁধার, দিন ফুরাল,

দীপালিকায়, জ্বালাও আলো,

জ্বালাও আলো, আপন আলো,

জয় করো এই তামসীরে।

 


শীতের উদ্বোধন

ডেকেছ আজি, এসেছি সাজি, হে মোর লীলাগুরু,

শীতের রাতে তোমার সাথে কী খেলা হবে শুরু।

ভাবিয়াছিনু খেলার দিন

গোধূলি-ছায়ে হল বিলীন,

পরান মন হিমে মলিন

আড়াল তারে ঘেরি, —

এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরী?

উতর-বায় কারে জাগায়, কে বুঝে তার বাণী?

অন্ধকারে কুঞ্জদ্বারে বেড়ায় কর হানি।

কাঁদিয়া কয় কানন-ভূমি —

“ কী আছে মোর, কী চাহ তুমি?

শুষ্ক শাখা যাও যে চুমি

কাঁপাও থরথর,

জীর্ণপাতা বিদায়গাথা গাহিছে মরমর। ”

 

বুঝেছি তব এ অভিনব ছলনাভরা খেলা,

তুলিছ ধ্বনি কী আগমনী আজি যাবার বেলা।

যৌবনেরে তুষার-ডোরে

রাখিয়াছিলে অসাড় ক'রে ;

বাহির হতে বাঁধিলে ওরে

কুয়াশা-ঘন জালে —

ভিতরে ওর ভাঙালে ঘোর নাচের তালে তালে।