মুক্তধারা

               গুণী মোর, ও গুণী!
না হলে       ধুলায় পড়ে লাজ কুড়াবে।      


নাগরিকদের পুনঃপ্রবেশ

১। এ কী কাণ্ড!

২। খুড়ো মহারাজ যুবরাজকে সমস্ত প্রহরীসুদ্ধ মোহনগড়ে নিয়ে গেলেন। এর মানে কী হল?

কুন্দন। উত্তরকূটের রক্ত তো ওঁর শিরায় আছে। পাছে এখানে যুবরাজের উচিত বিচার না হয় সেইজন্যে তাঁকে জোর করে বন্দী করে নিয়ে গেছেন।

১। ভারি অন্যায়। একে অত্যাচার বলে। আমাদের যুবরাজকে আমরা শাস্তি দিতে পারব না?

২। এর উচিত বিধান হচ্ছে— বুঝলে দাদা—

১। হাঁ, হাঁ, ওঁদের সেই সোনার খনিটা—

কুন্দন। আর জানিস তো, ভাই, ওঁর গোষ্ঠে কিছু না হবে তো পঁচিশ হাজার গোরু আছে।

১। তার সব কটি গুনে নিয়ে তবে—কী অন্যায়! অসহ্য অন্যায়!

৩। আর ওঁদের সেই জাফরানের খেত, তার থেকে অন্তত পক্ষে বৎসরে—

২। হাঁ, হাঁ, সেটা দিতে হবে ওঁকে দণ্ড। কিন্তু এখন এই বৈরাগীকে নিয়ে কী করা যায়?

১। ও ঐখানেই থাক্‌ না পড়ে।

[ নাগরিকদের প্রস্থান

ধনঞ্জয়।

গান

ফেলে রাখলেই কি পড়ে রবে? (ও অবোধ)

যে তার দাম জানে সে কুড়িয়ে লবে। (ও অবোধ)

ও-যে কোন্‌ রতন তা দেখ্‌-না ভাবি,

ওর, ’পরে কি ধুলোর দাবি?

ও    হারিয়ে গেলে তাঁরি গলার

হার গাঁথা যে ব্যর্থ হবে।